খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে উভয়পক্ষের শতাধিক মানুষ আহত হন। মঙ্গলবার দুপুরে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। কুয়েটের শিববাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়, এবং কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তেজনা অব্যাহত ছিল। 
এদিন, ছাত্রদলের ক্যাম্পাসে লিফলেট বিতরণ এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালায়, যার ফলে কুয়েটের স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া ছয়জনের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ছিলেন। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নেন, তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল এবং উত্তেজনা কমানোর চেষ্টা হচ্ছিল।
এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক পক্ষের বিবৃতি এসেছে। বিএনপি ছাত্রশিবিরকে দায়ী করে তাদের অবস্থান পরিষ্কার করতে বলেছে, আর কুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে তাদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে সামরিক বাহিনীর অবস্থান দাবি করেছে। কুয়েট প্রশাসনও এ ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে এবং আহতদের চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করবে।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					